" NAARI "
Kolkata
ভালো লাগলে share করবেন ❤
" আমি নারী "
আমি ফাগুন আকাশে
বিছিয়ে দিয়েছি পলাশ রং শাড়ি ।
আমি সূর্য থেকে তৈরী করেছি
আগুন জল মাটি ।
সমুদ্রগর্ভে দিয়েছি প্রবাল
ব্রহ্মাণ্ডে দিয়েছি ছায়া পথ ।
আমি নারী
আমার বুকের ধারায়,
আমি লালন করেছি
ডাইনো যুগ থেকে সত্য যুগ ।
আমি ভাসিয়ে চলেছি
বেহুলার ভেলা
প্রলেপ দিয়েছি কুষ্ঠে,
অন্যের পরিতৃপ্তিতে
মধু ভরেছি আষ্ঠেপৃষ্ঠে ।
আমি নারী
আমারই যোনি পথ বেয়ে
নেমে এল
বুদ্ধ, নিতাই, রাম,
মহম্মদ, যীষূ, গান্ধী
আরও আরও অবিরাম ।
আমি নারী
আমি তখনও দিয়েছি
আজও দিয়ে যাব
সুবাতাস, সুছন্দ, সুখা